ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর 'রেড অ্যারোস' শাখা মঙ্গলবার পাকিস্তানের করাচিতে এসে পৌঁছেছে। ব্রিটিশ বাহিনীটিকে স্বাগত জানান পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বিমান পরিচালনা পর্ষদের এয়ার ভাইস মার্শাল সালমান আহসান বুখারি এবং পাকিস্তানে নিয়োজিত ব্রিটিশ মিশনের ডেপুটি হেড স্টিভ ক্রসম্যান। পাকিস্তান বিমান বাহিনীর উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যমে ডনে মঙ্গলবার এ খবর প্রকাশিত হয়েছে।
বিমান দলটির নেতৃত্বে রয়েছেন রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) স্কয়াড্রন লিডার ডেভিড। বাহিনীটি করাচির আকাশে বিমান নিয়ে নানা কসরত দেখান। রেড অ্যারোস দল গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লিংকনশায়ার থেকে উড়াল দেয়।
এবার ব্রিটিশ এই দলটি প্রায় আট হাজার মাইল পাড়ি দেয়ার পথে মোট ১১ জায়গায় থামবে। তাদের শেষ গন্তব্য চীনের জুহাই। আন্তর্জাতিক বিমান প্রদর্শনীতে অংশ নিয়ে তারা সেখানে ১ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অবস্থান করবে।
১৯৬৪ সালে প্রতিষ্ঠা লাভ করার পর এই পর্যন্ত রেড অ্যারোস বিশ্বের চার হাজার জায়গায় তাদের কসরত দেখিয়েছে।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৬/ফারজানা