পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস (৬৬) জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচিত হচ্ছেন। জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হবে এ বছরের ৩১ ডিসেম্বর। তাই গোপন ভোটে এগিয়ে থাকা গুতেরেসই হতে যাচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব। জাতিসংঘের সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সূত্রে জানা যায়, জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার জন্য নয়জন প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে বুলগেরিয়ার ইরিনা বোকোভা ও নিউজিল্যান্ডের হেলেন ক্লার্ক অন্যতম।
বিডি প্রতিদিন/এ মজুমদার