ভারত-পাকিস্তান যুদ্ধ জড়িয়ে পরুক এমটি চান না, পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলাবল ভুট্টো। সম্প্রতি তিনি টুইটারে জানান, কামানের গোলা-যুদ্ধে নয়। কাশ্মীর সমস্যাটা মেটাতে আলোচনার টেবিলেই বসা প্রয়োজন ভারত- পাকিস্তানের। খবর আনন্দবাজার পত্রিকার।
বেনজির পুত্র বিলাবল মনে করেন, যে কোন যুদ্ধের পরিণতিতে সে দেশের কোন মঙ্গল হয় না। এ কথা মনে করিয়ে দিতেই তার টুইটার মেসেজের সঙ্গে একটি ভিডিও দিয়েছেন বিলাবল ভুট্রো। টুইটারে বেনজির পুত্র লিখেছেন, 'ডিয়ার পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। দিস ইজ হোয়াট ওয়ার লুক্স লাইক।'
বিডি প্রতিদিন/এ মজুমদার