যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক শেষ হতে না হতেই শুরু হয়ে গেলো ভাইস প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিতর্ক।
এ বির্তকে ডেমোক্র্যাট দলের টিম কেইন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘বোকা ও উন্মাদ’ বলে তিরস্কার করেছেন। জবাবে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্সও ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘দুর্বল’ বলে মন্তব্য করেছেন।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লংউড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গত মঙ্গলবারের এই বিতর্কে দুই দলের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী অংশ নিয়েছিলেন। আর তাদের এই বিতর্কে সঞ্চালক হিসেবে ছিলেন এলিন কুইজানো।
বিডি প্রতিদিন/এ মজুমদার