হারিকেন ম্যাথিউ আঘাত হানার ২৪ ঘন্টা আগেই সৃষ্ট ঝড়ো হাওয়ায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত মায়ামি-ডেড, ব্রাউয়ার্ড এবং পামবিচ কাউন্টির লক্ষাধিক বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দক্ষিণ ফ্লোরিডা এখন ভুতুড়ে জনপদে পরিণত হয়েছে। স্থানীয় পুলিশ এবং ন্যাশনাল গার্ডের সদস্যরা টহল দিচ্ছে। অন্য কাউকে বাইরে দেখা যাচ্ছে না।
দক্ষিণ ফ্লোরিডায় ৩০ হাজারের অধিক বাংলাদেশি রয়েছেন। হারিকেন আঘাত হানতে পারে এমন এলাকা থেকে ১৫ লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাবার নির্দেশ জারি করেছেন গভর্নর রিক স্কট। এ ঘোষণার পর স্থানীয়দের সাথে দোকান-পাট বন্ধ রেখে সপরিবারে অন্যত্র পাড়ি জমিয়েছেন বাংলাদেশি প্রবাসীরাও। বাংলাদেশি প্রবাসী আতিকুর রহমান বলেন, পরিচিত সকলেই এখন নিরাপদ অবস্থানে চলে এসেছি। বাংলাদেশিরা এখন পর্যন্ত নিরাপদেই রয়েছেন। তবে সমগ্র এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
ন্যাশনাল হারিকেন সেন্টার সূত্রে বলা হয়েছে, জরুরি কর্মী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। হারিকেনের তীব্রতা কেটে যাবার সাথে সাথে অর্থাৎ ঘন্টায় ৩৫ মাইলের কম গতিতে আসার পর তারা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনস্থাপনের কাজ শুরু করবে।
স্থানীয় সময় শুক্রবার ভোর রাত একটায় আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, ১৩৫ মাইল বেড়ে ঝড়ো হাওয়া বইছে। হারিকেন ম্যাথিউ বর্তমানে পূর্ব-পূর্ব-দক্ষিণ দিকে সমুদ্রের ৫০ মাইলের মধ্যে অবস্থান করছে।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৬/ফারজানা