নাইজারের রাজধানী নিয়ামে থেকে ৫২৫ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় তাহোয়া এলাকার তাসসালিত গ্রামের একটি শরণার্থী শিবিরে হামলায় কমপক্ষে ২২ সেনা সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনির উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানায়।
এখনো কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক বিবৃতিতে রাফিনি বলেন, আমরা তাসসালিতে হামলার খবর পেয়েছি। এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৬/ফারজানা