নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) এক সন্দেহভাজন নারী জঙ্গিকে আটক করেছে তুরস্কের পুলিশ সদস্যরা। আটক জঙ্গি ইস্তাম্বুলের একটি থানার কাছে মোটরসাইকেল বোমা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এ কথা জানিয়েছে।
তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ আকসারেইয়ে দুই ব্যক্তির সঙ্গে ওই নারীকে আটক করা হয়। আটকের সময় তার সঙ্গে একটি ভুয়া পাসপোর্ট ছিল।
এই নিয়ে ইস্তাম্বুলের ইয়েনিবোসনা এলাকায় বৃহস্পতিবারের ওই বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করা হল।
নগরীর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ হামলা চালানো হয়।
ওই বোমা হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বোমাটি একটি মোটরসাইকেলে পেতে রাখা হয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিস্ফোরণের পর বেশ কয়েকটি গাড়ির ধ্বংসাবশেষ ও কাচ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
বিডি প্রতিদিন/ ০৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম