২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি নিখোঁজ হয়ে যায়। হারিয়ে যাওয়া ওই বিমানটির দুটি টুকরো উদ্ধার হয়েছিল। ২০১৫ সালের জুলাই মাসে ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে প্রথমটির দেখা মেলে। দ্বিতীয়টির হদিশ মেলে তানজানিয়ার পেম্বা দ্বীপে।
এদিকে মরিশাস থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ নিখোঁজ বিমান এম এইচ ৩৭০ এরই বলে জানিয়েছে মালয়েশিয়া প্রশাসন। এ বছর মে মাসে মরিশাস থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষটি পরীক্ষা করে নিশ্চিত করেছে তদন্তের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা। উদ্ধার হওয়া অংশটি বিমানের ডানার অংশ বলে দাবি তাদের।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর ২০১৬/হিমেল