শক্তিশালী ঝড় ম্যাথিউর আঘাতে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে প্রাণহানির সংখ্যা ৮৪২-এ দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হাইতিতে তাণ্ডব চালিয়ে সামুদ্রিক ঝড়টি এখন ফ্লোরিডা উপকূলে। ঝড়টি যেকোনো মুহূর্তে সেখানে আঘাত হানবে। হাইতির জেরেমির ৮০ শতাংশ ভবন ধ্বংস করেছে ভয়াবহ ঘূর্ণিঝড়টি। এছাড়া সুড নগরীর অন্তত ৩০ হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে।
ঘণ্টায় ২৩০ কিলোমিটারের বেশি বাতাসের বেগ নিয়ে গত মঙ্গলবার থেকে হাইতি ও কিউবা অতিক্রম করে ম্যাথিউ।
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন