বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এজন্যই কিউবার সমাজতান্ত্রিক নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে যখন শোকাহত বিশ্ব। তাকে স্মরণ করে প্রশংসায় ভাসাচ্ছেন বিশ্ব রাষ্ট্রনায়করা, তখন উল্টো পথে হাঁটলেন ট্রাম্প। তিনি কাস্ত্রোকে সম্বোধন করলেন স্বৈরাচারী হিসাবে। আর এর সঙ্গে কাস্ত্রোর মৃত্যুতেও বজায় রইল ক্যাপিটালিজম বনাম কমিউনিজম লড়াই।
শনিবার ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। গোটা বিশ্ব যখন কাস্ত্রো বন্দনা করছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট তখন কাস্ত্রোকে বললেন স্বৈরাচারী। ট্রাম্প মতে, কাস্ত্রোর মৃত্যুর সঙ্গে কিউবায় শেষ হয়েছে একনায়কতন্ত্র। ট্রাম্প মনে করেন কিউবায় এতদিন উন্নতি থমকে ছিল কাস্ত্রোর জন্যই। এবার উন্নতির পথে এগোবে দেশটির মানুষ।
মূলত ক্যাপিটালিজমে বিশ্বাসী আমেরিকা যে কাস্ত্রো বিরোধী হবে এটাই স্বাভাবিক। তবে কাস্ত্রোর মৃত্যুর দিনেও যে এমন মন্তব্য উঠে আসবে তা হয়তো ভাবা যায়নি। তবে নামটা যখন ডোনাল্ড ট্রাম্প, তখন সবই সম্ভব।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/মাহবুব