প্রজাতন্ত্র দিবসের দিনই বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের অাসাম ও মনিপুর রাজ্য। বৃহস্পতিবার সকালে অাসামের অন্তত সাতটি জায়গায় সিরিয়াল বিস্ফোরণের খবর পাওয়া গেছে, দুইটি বিস্ফোরণ ঘটেছে মনিপুরে। যদিও বিস্ফোরণে কোথাও কোন প্রাণহানির খবর মেলেনি।
অাসাম পুলিশ সূত্রে খবর, সকাল আটটা নাগাদ পূর্ব অাসামের চারাইদেও জেলায় তিনটি, সিবসাগর জেলায় দুইটি এবং তিনসুকিয়া ও ডিব্রুগড় জেলায় একটি করে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিটি জায়গায় ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর সাহায্যেই কম তীব্রতার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের খবর পাওয়ায় পরই সেইসব জায়গায় ছুটে গেছে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। বিস্ফোরণের পিছনে জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অাসাম বা উলফা (ইন্ডিপেডেন্ট)-এর হাত আছে বলে অনুমান পুলিশের।
অাসাম পুলিশের ডিজিপি মুকেশ সহায় জানান, ‘আমরা কম তীব্রতার সাতটি বিস্ফোরণের খবর পেয়েছি। বিস্ফোরণে এখনও কোন প্রাণহানি ঘটেনি’।
অন্যদিকে মনিপুরের পূর্ব ইম্ফল জেলার মন্ত্রিপুখরী এবং মনিপুর কলেজের সামনে দুইটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানেও কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কয়েকদিন আগেই উলফাসহ একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তরফে সাধারণ মানুষকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বয়কটের আর্জি জানিয়েছে একটি বিবৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি অত্যন্ত প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হওয়ারও হুমকি দেয় সংগঠনগুলি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ