মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে ১৯৮২ সালের ৫ জুলাই লেখা একটি চিঠিতে তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক আশ্বাস দেন, মার্কিন স্বার্থবিরোধী কোনও কাজ করবে না ইসলামাবাদ। পাকিস্তান কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। খবর সংবাদ প্রতিদিনের।
সম্প্রতি সিআইয়ের একগুচ্ছ গোপন নথি প্রকাশ্যে আসার পর এই তথ্য ফাঁস হয়। সিআইয়ের নথি থেকে জানা গেছে, পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে আশঙ্কিত ছিলেন রিগান। পাকিস্তান প্রেসিডেন্ট জিয়াউল হককে লেখা একটি চিঠিতে সেই আশঙ্কা তিনি ব্যক্ত করেন।
জবাবে জিয়াউল হক মার্কিন প্রেসিডেন্টকে বলেন, সামরিক কারণে পাকিস্তান কখনই পরমাণু কর্মসূচি গ্রহণ করবে না। রিগানকে যারা এই তথ্য দিয়েছিলেন, তাদের আশঙ্কা ভ্রান্ত বলেও জিয়া ওই চিঠিতে উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা