ইরাকের মসুলের নূর পার্কটি ছিল পশু-প্রাণীদের নিরাপদ আশ্রয়স্থল। বানর থেকে শুরু করে সিংহ, সব ধরনের প্রাণীর দেখা মিলত এ পার্কে। দূর-দূরান্ত থেকেও অনেকে এখানে বেড়াতে আসতেন। কিন্তু এখন পার্কটিতে মাত্র দুটি ছাড়া সবগুলোই প্রাণীই মরে গেছে খাবারের অভাবে।
ইরাকি সেনাবাহিনীর ওপর হামলা চালাতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) চিড়িয়াখানা সংলগ্ন এলাকাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। তখন পার্কের তত্ত্বাবধায়করা এর ধারে-কাছে ঘেঁষতে পারেননি ভয়ে। আশেপাশে যারা ছিলেন, তারা মাঝে মাঝে নিজ উদ্যোগে খাবার নিয়ে আসতেন। কিন্তু লড়াই তীব্র হয়ে উঠায় এক মাসেরও বেশি সময় ধরে খাবার আনতে পারেননি।
তাই মসুলের নূর পার্কের সব প্রাণীই মরে গেছে। মাত্র যে দুটি প্রাণী বেঁচে আছে যেগুলোও মৃতপ্রায়। চিড়িয়াখানার চারপাশে এখন আবর্জনার স্তুপ। প্রানীগুলো যে শুধু খাবারের অভাবে মারা গেছে তা নয়। আইএস ও ইরাকি সেনাবাহিনীর লড়াইয়ের মধ্যে পড়ে অনেক প্রাণীকে প্রাণ হারাতে হয়েছে। সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা