গাড়ির মধ্যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের গড়িয়াহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা মেয়েটির বয়স আট বছর। পাম অ্যভিনিউ এলাকার বাসিন্দা মেয়েটি টিউশন থেকে ফিরে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে খেলছিল। এমন সময় চকলেট খাওয়ানোর টোপ দিয়ে গাড়িতে তুলে নেয় এলাকার বাসিন্দা ফিরোজ।
অভিযোগ, এরপরে পূর্ব বালিগঞ্জ প্লেস এলাকায় গাড়ির মধ্যে ওই নাবালিকা মেয়েটিকে নিগ্রহ করে পেশায় গাড়ির ড্রাইভার ফিরোজ। বিষয়টি স্থানীয় লোকেদের নজরে এলে তারা ওই নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেন। বিপদ বুঝে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত ফিরোজ। তাকেও পাকড়াও করে ফেলে স্থানীয় জনতা। এলাকায় টহলদারি পুলিশের হাতে তুলে দেওয়া হয় ফিরোজকে।
অন্যদিকে, ঘরের মেয়েকে খুঁজে দেখতে না পেয়ে পুলিশে যোগাযোগ করে নির্যাতিতা নাবালিকার পরিবার। পুলিশ মারফত তারা গড়িয়াহাট থানার ঘটনা জানতে পারেন।
এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে চলন্ত গাড়ির মধ্যে ধর্ষণের শিকার হয়েছিলেন এক নারী।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন