ইউফ্রেটিস নদীর তীরেই রক্তাক্ত সংঘর্ষের পরই শেষ হবে আইএসের তৈরি রক্তাক্ত খিলাফত বা ধর্মীয় রাজ্য। এমনটাই ধারণা করছে রুশ-মার্কিন গোয়েন্দা সংস্থারা। সম্পূর্ণ দখলের মুখে এসে গিয়েছে মোসুল। দ্রুত ঘোষণা করা হবে চূড়ান্ত জয়। এই খবর নিশ্চিত করেছে আইএস বিরোধী অভিযানে নিযুক্ত ইরাকি-কুর্দিস সেনাবাহিনী। খবর সংবাদ সংস্থা এএফপি'র।
মোসুল শহরকে সম্পূর্ণ জঙ্গি মুক্ত করতে আর খুবই অল্প সময় বাকি। তবে সংগঠনের প্রধান আবু বকর আল বাগদাদি কি মৃত তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যদিও বাগদাদির মৃত্যু হয়েছে বলে দাবি রাশিয়ার। মোসুলের পূর্বদিকটি এখন সম্পূর্ণ আইএস মুক্ত। সেখান থেকেই অভিযান চালিয়ে ফের দখল করা হয়েছে বহু প্রাচীন গ্র্যান্ড আল-নুরি মসজিদ।
৮০০ বছরের পুরনো এই মসজিদ থেকেই খিলাফত বা ধর্মীয় রাজ্য গঠনের ডাক দিয়েছিল আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। তার বেঁচে থাকা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। সর্বশেষ বাগদাদিকে মেরে ফেলার দাবি করেছে রুশ সরকার। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানাচ্ছে, মোসুলের পশ্চিম প্রান্তে লুকিয়ে থাকা আইএস জঙ্গিরা ক্রমশ পিছু হটতে শুরু করেছে। আশঙ্কা তারা এলাকা ছাড়ার আগে বহু মানুষকে হত্যা করবে।
অন্যদিকে আইএস রাজধানী হিসেবে কুখ্যাত হয়ে যাওয়া সিরিয়ার রাক্কা শহরকে ঘিরে ফেলা হয়েছে। বিভিন্ন আইএস বিরোধী সংগঠনের দাবি, রাক্কা শহরকে দখল মুক্ত করতে বড়সড় আক্রমণের পথে যাচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। এই সংগঠন আইএসবিরোধী লড়াইয়ে কুর্দিস, আরব, টার্কমেন সহ কয়েকটি জনগোষ্ঠীর সম্মিলিত জোট। এই রাক্কা শহরকেও সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে। এই তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্ক সমর্থিত এসডিএফ।
বিডি-প্রতিদিন/ ৩০ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১