চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি গাড়ির ধাক্কায় চারজন নিহত ও ৯জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ আজ শনিবার সিনহুয়াকে এ কথা জানান।
জিংজিয়াং সিটির পাশে শুক্রবার রাত ৮টা ২৭ মিনিটে একটি গাড়ি কয়েকজন পথচারীকে চাপা দেয়। পুলিশ জানায় ঘটনার পর গাড়িটি না থামিয়ে এলোমেলোভাবে ছুটতে থাকে।
নিহতদের হাসপাতালে নেয়ার পর চারজন মারা যান এবং বাকী নয়জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
গাড়ির চালককে আটক করা হয়েছে। তবে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করায় তাকে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/০৮ জুলাই ২০১৭/এনায়েত করিম