ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হারিয়ানায় সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। আজ শনিবার সিনিয়র এক পুলিশ কর্মকর্তা এ কথা জানান।
তিনি বলেন, ‘শুক্রবার রাতে রাজ্যের ঝাঁঝর জেলার মারোত গ্রামের কাছে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি)’র সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে এসইউভি’র ৮ আরোহী মারা যান। খবর সিনহুয়া’র।
ওই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলেই সাত জন নিহত হন। অপর জনকে একটি সরকারি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, দুটি গাড়িই দ্রুত গতিতে চালানো হচ্ছিল। এ সময় উভয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তাকে আটক করতে অভিযান শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/০৮ জুলাই ২০১৭/এনায়েত করিম