যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পাঁচ বছরের খরা শেষে শনিবার প্রথম বড় ধরনের দাবানল শুরু হয়েছে। রাজ্যটিতে তাপদাহ স্মরণকালের সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করেছে। কয়েকটি স্থানে আগুন নেভাতে প্রায় ২ হাজার ৩শ’ দমকল কর্মী কাজ করছে। খবর এএফপি’র।
শনিবার সন্ধ্যায় সাক্রামেন্টোর উত্তরে সিয়েরা নেভাদা পাহাড়ের দাবানলটির মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানলটিতে ১০টি বাড়ি ধ্বংস হয়েছে, ২ হাজার একর বনাঞ্চল উজাড় হয়ে গেছে। এতে আতঙ্কিত স্থানীয়রা অন্যত্র চলে গেছেন।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (ক্যালফায়ার) জানিয়েছে, দাবানলে পাঁচজন স্থানীয় ও এক দমকল কর্মী সামান্য আহত হয়েছেন।
এদিকে, উষ্ণ ও শুষ্ক বাতাসের ফলে সান্তা বারবারা কাউন্টিতে একটি দাবানল দ্বিগুণ হয়ে জ্বলছে। গতরাতে এটি ৫ হাজার ৭৫০ একর জমি গ্রাস করেছে।
বিডি প্রতিদিন/০৯ জুলাই ২০১৭/এনায়েত করিম