বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক ব্রিজে তৈরি হতে চলেছে বিদ্যুৎচালিত গাড়ির গুলির জন্য চার্জিং স্টেশন। গত শুক্রবারই শেষ হয়েছে চীন-হংকং-ম্যাকাও সংযুক্তকারী ৫৫ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজের নির্মাণ। জানা গেছে, ৯০ ইয়ন(১৩ মিলিয়ন) অর্থ ব্যায়ে নির্মিত এই ব্রিজে তৈরি হতে চলেছে ৫৫০ টি চার্জ স্টেশন। ২০১৭-র মধ্যে শেষ হবে তা নির্মাণ কার্য।
নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যান চার্জ দেওয়া যাবে স্টেশন গুলিতে। ৫৫০টির মধ্যে ৪২৯টি হবে ডিসি ও ১২১টি এসি চার্জিং স্টেশন থাকবে। ২০১৭-র শেষের দিকে খুলে যেতে চলেছে ব্রিজটি। দীর্ঘ সাত বছর ধরে তৈরি হয়েছে এটি। হংকং থেকে চীনের জুহাই শহর পর্যন্ত তিন ঘন্টার পথ মাত্র ৩০ মিনিটে অতিক্রম করা যাবে এই ওয়াই আকৃতির ব্রিজের মাধ্যমে। সূত্র: কলতাকা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার