এবার উত্তর লন্ডনের ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লন্ডনের স্থানীয় সময় রবিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন, ভবনটির প্রথম থেকে ৩য় তলা এবং ছাদে আগুনের শিখা রয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
লন্ডনে দর্শনার্থীদের জন্য এই মার্কেটটি অনেক জনপ্রিয়। সেখানে প্রায় সহস্রাধিক দোকান রয়েছে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই মার্কেটে বর্তমানে প্রতিবছর ২৮ লক্ষ দর্শনার্থীদের সমাগম ঘটে।
বিডি প্রতিদিন/১০ জুলাই ২০১৭/হিমেল