বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নিরপত্তার দায়িত্বরত দুই পুলিশ সদস্যেরে ওপর হামলা চালিয়েছে এক ছুরিধারী সন্ত্রাসী। হামলার সময় হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে হামলা চালায় বলে জানিয়েছেন ব্রাসেলস প্রসিকউটরের মুখপাত্র।
শুক্রবার রাতের এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করছেন দেশটির দায়িত্বশীলরা। তবে হামলার পর পুলিশের গুলিতে নিহত হন ওই হামলাকারী।
ওই মুখপাত্র আরও জানান, হামলায় দুজন সদস্যই সামান্য আহত হন। হামলাকারী পুলিশের কাছে আগে থেকেই ক্ষুদ্র অপরাধের জন্য চিহ্নিত ছিলো, সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র আছে বলে নয়। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বেলজিয়ামে সবশেষ ২০১৬ সালের মার্চে এয়ারপোর্টে সন্ত্রাসী হামলা হয়, যাতে ৩১ জন প্রাণ হারায়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন