ইয়েমেনের রাজধানী সানা'র একটি আবাসিক এলাকায় শুক্রবার সৌদি জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সানায় তাদের পরিচালিত আল-মাসিরা টিভি চ্যানেল এক প্রতিবেদনে জানায়, বিমান হামলায় ছয় শিশুসহ ১৪ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। চ্যানেলটি সৌদি নেতৃত্বাধীন জোটকে এ হামলার জন্য দোষারোপ করে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, 'হামলায় সানার দক্ষিণ অঞ্চলের ফাজ আতান জেলার দুইটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে ভিতরে অবস্থানরতরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান।' বেঁচে যাওয়াদের মধ্যে একজন মোহাম্মেদ আহমদ বলেন, 'তাকে ভবনের ভিতর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।'
উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সাল থেকে এ যুদ্ধে বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারের সমর্থন দিয়ে যাচ্ছে। জাতিসংঘের মতে, ২০১৫ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ইয়েমেনে ৮,১৬৭ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ৪৬, ৩৩৫ জনেরও বেশি আহত হয়েছে।
সূত্র: দ্য নিউ আরব
বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৭/ওয়াসিফ