ব্যালিস্টিক মিসাইলের মূলক কর্মসূচিতে কিছুটা হলেও ধাক্কা খেল উত্তর কোরিয়া। শনিবার ২০ মিনিটের ব্যবধানে তিনটি স্বল্প দূরত্বের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল পিয়ংইয়ং। তিনটিই ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড তাদের এক বিবৃতিতে বলেছে, দুটি মিসাইল ওড়ার পর অনির্দিষ্ট দূরত্বে গিয়ে পড়ে যায়। তৃতীয় মিসাইলে উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটিতে এর ফলে কোনও সমস্যা হয়নি বলেও জানানো হয়েছে সেই বিবৃতিতে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এদিন স্থানীয় সময় ভোরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে তিনটি মিসাইল ছোড়ার খবর জানালেও তার ভেঙে পড়া নিয়ে কিছু বলেনি। তবে জাপানও বলে দিয়েছে, তাদের অঞ্চল বা বাণিজ্যিক সীমায় ঢোকেনি উত্তর কোরিয়ার মিসাইল।
পিয়ংইয়ং–এর এই পদক্ষেপের পর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পর্ষদের সঙ্গে বৈঠকে বসে প্রেসিডেন্টের অফিস। এরপর দুই বন্ধু দেশ আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া একসঙ্গে সামরিক মহড়া দেয়। এভাবে পিয়ংইয়ংকে চাপে রাখা যাবে বলে মনে করছে সিওল এবং ওয়াশিংটন।
বিডি প্রতিদিন / ২৬ আগস্ট, ২০১৭ / তাফসীর