ইয়েমেনের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এতে এক সেনা নিখোঁজ হয়েছে এবং তাকে উদ্ধারে মার্কিন বাহিনী অভিযান চালাচ্ছে বলেও জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রশিক্ষণ মিশনে অংশ নিতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে মোট ছয় সেনা ছিল। তাদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ জানা যায়নি।
মার্কিন কর্তৃপক্ষ রয়টার্সকে জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৭/ওয়াসিফ