মাত্র চার মাসের মাথায় নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দক্ষতার বিষয়ে হতাশ হয়ে পড়েছে ফরাসিরা। নতুন একটি জরিপে এ প্রমাণ মিলেছে। রবিবার রয়টার্স এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
আইফপ নামক একটি প্রতিষ্ঠানের পরিচালিত ওই জরিপে অংশ নেয়া মাত্র ৪০ ভাগ অংশগ্রহণকারী ম্যাক্রোর প্রতি সন্তুষ্ঠির কথা জানিয়েছেন। অসন্তুষ্ঠির কথা জানিয়েছেন ৫৭ ভাগ। যা গত মাসের চেয়ে (জুলাই) ১৪ ভাগ বেশি।
বিডি প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৭/ফারজানা