হোয়াইট হাউসের প্রধান নীতি-নির্ধারক স্টিভ ব্যাননের পদত্যাগের পর এবার প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টার পদ ছাড়লেন সিবাস্তিয়ান গোর্কা। তবে হোয়াইট হাউস দাবি করেছে তাকে বাদ দেয়া হয়েছে। প্রসঙ্গত, গোর্কা শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের কট্টর সমর্থক এবং স্টিভ ব্যাননের ঘনিষ্ট ছিলেন।
এ ব্যাপারে গোর্কা জানিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন। তবে শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানা গেছে, সিবাস্তিয়ান গোর্কা পদত্যাগ করেননি। তবে এটা নিশ্চিত করতে চাই যে তিনি আর হোয়াইট হাউসে কাজ করছেন না। কিন্তু কী কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস।
উল্লেখ্য, ট্রাম্পের আফগানিস্তান নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন গোর্কা। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল এইচ আর ম্যাকমাস্টারের সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৭/ওয়াসিফ