নিজেকে পুরুষ হিসেবে মেনে নিতে চাননি কোনও দিনই। নারী সত্তাকে নিয়েই বেড়ে উঠেছেন। পরবর্তীতে চাকরি পেয়েছেন দেশের নৌ বাহিনীতে। কিন্তু শরীরের সেই চাহিদাকে কোনও দিনই কাটিয়ে উঠতে পারেননি।
নিজের মনের কথা এক সময় সহকর্মীদের কাছে বলেও ফেলেছিলেন। শুনেই নিষেধ করেন তারা। কারণ ভারতীয় নৌবাহিনীতে মহিলাদের নিয়োগ নেই। ফলে তার চাকরি চলে যেতে পারে বলে সহকর্মীরা সতর্ক করে দিয়েছিলেন। নিষেধ করেছিলেন লিঙ্গ বদলের মতো কোনও সিদ্ধান্ত না নিতে।
কিন্তু মনের ইচ্ছার কাছে শেষ পর্যন্ত হার মানতেই হয়েছে। মাস কয়েক আগেই অস্ত্রোপচার করে নিজের পুরুষ সত্তাকে মুছে ফেলেন তিনি। ‘ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত খবর অনুযায়ী, পুরুষ থেকে নারীতে পরিণত হওয়ার পর স্বাভাবিক নিয়মেই ওই নাবিকের এখন চাকরি যাওয়ার মুখে। শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়াও।
তবে নৌবাহিনীর এই পদক্ষেপ নিয়ে কোনও ক্ষোভ নেই এই নৌবাহিনীর সদস্যের। বর্তমানে বিশাখাপত্তনমের আইএনএস একসিলাতে কর্মরত ওই নাবিকের প্রসঙ্গে তার এক সহকর্মী ‘মেল টুডে’কে জানান, নারী পরিচিতির পর থেকেই শাড়ি পরছেন তিনি। লম্বা চুলও রাখছেন। ভারতীয় সেনার ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ২৭ আগস্ট, ২০১৭/ তাফসীর