জাপানের মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের (এমএসডিএফ) একটি হেলিকপ্টারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে হেলিকপ্টারটির একজন ক্রুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে , শনিবার রাতে আওমরি উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরে সাগরে টহল দেওয়ার সময় সাবমেরিন-শনাক্ত করার উপযোগী হেলিকপ্টার এসএইচ-৬০জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
হেলিকপ্টারটির ফ্লাইট ডেটা রেকর্ডারের অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা। তবে হেলিকপ্টারটির কী হয়েছে, সেটি কি বিধ্বস্ত হয়েছে না সাগরে অবতরণে বাধ্য হয়েছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
এদিকে, জাপান সাগরের যেখানে হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে সে স্থানে ধ্বংসাবশেষের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। রবিবার আহত অবস্থায় হেলিকপ্টারটির এক ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এমএসডিএফ একটি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৭/ওয়াসিফ