ভারতের বিতর্কিত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং সাংবাদ সম্মেলনে দাবি করেন, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, বিজেন্দর সিংদের হাতে ধরে খেলা শিখিয়েছে। তিনি নিজেও একজন খেলোয়াড় ছিলেন। তার থেকে শিক্ষা নিয়েই আজ এত সফল হয়েছেন বিরাটরা। কিন্তু এ তথ্য ঠিক কতটা সত্যি, তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
রাম রহিমের গ্রেফতারের পরই একটি পুরনো ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। যেখানে স্বঘোষিত ধর্মগুরুর সামনে হাত জোড় করে বসে থাকতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলিকে।
এদিকে তার গ্রেফতারের জেরে জ্বলছে গোটা উত্তর ভারত। প্রাণ হারিয়েছেন তিরিশেরও বেশি মানুষ। আহত অন্তত দুই শতাধিক। পাঞ্জাব, হরিয়ানা দুই রাজ্যেরই একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।
কেন এক ধর্ষকের জন্য এত হিংসা, এত হানাহানি এই প্রশ্নে সরব হয়েছে দেশটির ক্রীড়া ও বিনোদুনিয়া।
এমন উত্তপ্ত পরিস্থিতিতেই প্রকাশ্যে এসেছে একটি পুরনো ভিডিও। যেখানে কোহলি থেকে ধাওয়ান, আশিস নেহরা থেকে সাবেক উইকেটকিপার বিজয় দাহিয়া সকলকেই দেখা যাচ্ছে রাম রহিমের পাশে। হাত জোড় করে বসে কোহলি। আর তাতে নতুন করে ছড়িয়েছে বিতর্ক।
ডেরা সাচা সওদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে যেখানে সুর চড়িয়েছেন ক্রিকেটার গৌতম গম্ভীর থেকে মুহাম্মদ কাইফ। সেখানে এমন ভিডিও বেশ তাৎপর্যপূর্ণ। ভণ্ডবাবার অগণিত ভক্তদের মধ্যে যে কোহলিরাও ছিলেন, তাই-ই প্রমাণিত।
ঘটনার সূত্রপাত, ২০০২ সালের এপ্রিলে। এক অজ্ঞাতপরিচয় নারী পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে অভিযোগ করেন, সিরসায় ডেরা সাচা সওদার নারীদের যৌন নির্যাতন করা হয়েছে। ছয় মাস পর তদন্তে নামে সিবিআই। অভিযোগের ভিত্তিতে তদন্ত করার পর ২০১৭ সালে তাকে দোষী সাব্যস্ত করে আদালত।
আজ সোমবার গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা হবে।
বিডি প্রতিদিন/২৮ আগস্ট ২০১৭/এনায়েত করিম