বিশ্বজুড়ে উত্তাপ ছড়িয়ে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট কিম জং উন। আর তারই জের ধরে এবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের দূত নিক্কি হ্যালি এ আহ্বান জানান।
এসময় নিক্কি হ্যালি বলেন, ২০০৬ সাল থেকে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপিত অব্যাহত নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার ওপর কোনো কাজ করেনি। বরং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন একটি যুদ্ধ চাইছেন। তিনি আরও বলেন, ‘আমাদের সকল প্রচেষ্টা সত্ত্বেও উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম আরও বেশি অগ্রসর হচ্ছে এবং আগের চাইতে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র কখনোই যুদ্ধ চায়নি। আমরা এটা এখন চাই না। তবে আমাদের দেশের ধৈর্য্য অসীম নয়।’
সংকট নিরসনের সমাধান প্রসঙ্গে মার্কিন দূত বলেন, ‘কূটনীতির পরিবর্তে এখন কেবল কঠোর নিষেধাজ্ঞাই সমস্যার সমাধান হতে পারে।’
এছাড়া কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধের বিনিময়ে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিতের যে প্রস্তাব চীন দিয়েছিল তাকে ‘অপমানকর’ বলে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন নিক্কি হ্যালি।
বিডি-প্রতিদিন/৫ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ