ফ্রান্সে নতুন সন্ত্রাসবিরোধী কঠোর আইন পাসে দেশটির আইনপ্রণেতারা মঙ্গলবার ভোট দিয়েছেন। দেশটিতে দুই বছর ধরে জারি থাকা জরুরি অবস্থা তুলে দেয়ার লক্ষ্যে নতুন করে কঠোর এই আইন পাস করা হচ্ছে।
তবে সমালোচকরা বলছেন, নতুন এই আইন পুলিশকে আরও ক্ষমতাবান করবে। কিন্তু দেশের নাগরিক অধিকার এই আইনে কিছুটা খর্ব হতে পারে। খবর এএফপি’র।
২০১৫ সাল থেকে ফ্রান্সে একের পর এক হামলা এবং কেবলমাত্র দুদিন আগে দেশটির দক্ষিণের বন্দর নগরী মার্সিলিতে এক ব্যক্তির ছুরি হামলায় দুই নারীর নিহত হওয়ার প্রেক্ষাপটে এ ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জিরাড কলম্ব সমালোচকদের জবাবে বলেন, “দীর্ঘস্থায়ী হুমকির কারণে দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়ার অংশ হিসাবে নতুন আইনটি পাশ করা হচ্ছে।”
দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে পাস হলে আগামী ১ নভেম্বর থেকে দেশটিতে আইনটি কার্যকর করা শুরু হবে। মঙ্গলবার পার্লামেন্টের নিম্ন কক্ষে আইনটি পাশের উদ্যোগ নেয়া হয়।
বিডি প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম