সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তোলার কদিন পরেই এবার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে গত ৩০ বছরের মধ্যে প্রথম কোনো নারী শিল্পীর কনসার্ট সম্প্রচার করা হয়েছে। আর সেটা নিয়ে রক্ষণশীল ওই রাজতন্ত্রে পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার মধ্য রাতে মিশরের কিংবদন্তি-সম প্রয়াত শিল্পী উম্মে কুলসুমের কনসার্ট সম্প্রচার করা হয়। পাশাপাশি অনলাইনেও ওই নারী শিল্পীর গান লাইভ শোনার ব্যবস্থা করেছিলো আল তাকাফিয়া টিভি।
তবে টুইটারসহ ইন্টারনেটের সামাজিক মাধ্যমগুলোতে উম্মে কুলসুমের গান প্রচার নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বহু লোক উচ্ছ্বাস প্রকাশ করলেও রক্ষণশীল অনেক সৌদি নাগরিক সোশ্যাল মিডিয়াতে আল তাকাফিয়ার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছেন।
এদিকে, জনপ্রিয় সৌদি শিল্পী আব্দুল মাজিদ আবদুল্লাহ তার টুইটার পাতায় বলেছেন, আগামী মাসে জেদ্দায় তিনি একটি কনসার্ট করবেন, যেখানে পুরো পরিবার নিয়ে মানুষজন আসতে পারবেন, অর্থাৎ তিনি ইঙ্গিত করছেন কনসার্টে নারীদের আসতেও কোনো বাধা নেই।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৭/মাহবুব