গ্রেফতার হওয়া হানিপ্রীত ইনসানকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঁচকুলার সিটি হাসপাতালে নেওয়া হয়েছে৷মঙ্গলবার মধ্যরাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷আজ তাঁকে আদালতে পেশ করার কথা রয়েছে।
প্রায় একমাস ধরে তল্লাশি চালিয়ে মঙ্গলবার পুলিশের হাতে ধরা পড়েন হানিপ্রীত ইনসান৷ চণ্ডীগড়ের কাছে একটি হাইওয়ে থেকে তাঁকে গ্রেফতার করা হয়৷ তার সঙ্গে একটি মহিলাও ছিল৷ মঙ্গলবার রাত ১ টার দিকে হানিপ্রীতকে সেক্টর ৬-এর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়৷ বুধবার হানিপ্রীতকে আদালতে পেশ করা হবে৷ তার সঙ্গে পেশ করা হবে তাঁর মহিলা সঙ্গী সুখদীপ কউকেরও৷
স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের সাজা ঘোষণার পর থেকে নিখোঁজ ছিলেন হানিপ্রীত৷ তার বিরুদ্ধে একাধিক ধারায় রুজু হয়েছিল মামলা৷ দীর্ঘদিন খোঁজ না পাওয়ায় মনে করা হচ্ছিল দেশ ছেড়ে পালিয়ে গেছেন হানিপ্রীত। নেপালে আত্মগোপন করে রয়েছেন বলেও মনে করা হচ্ছিল৷ কিন্তু মঙ্গলবার সকাল থেকেই হানিপ্রীতের আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়ে৷ গ্রেফতার হওয়ার আগে হানিপ্রীতের একান্ত সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়ে মিডিয়ায়৷ প্রশ্ন ওঠে, পুলিশ হানিপ্রীতের খোঁজ পেল না অথচ সংবাদমাধ্যম তার কাছে পৌছে যায় কী করে?
সেই ভিডিওয় বাবা রহিমের সঙ্গে তার সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি৷ সেখানে স্পষ্ট জানিয়েছেন, বাবার সঙ্গে তার পবিত্র সম্পর্ক ছিল৷দাবি করেন তিনি ও তার বাবা নির্দোষ৷ সত্যিটা প্রকাশ্যে আসবেই৷ এদিকে ভিডিওটি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হন রাম রহিমের সঙ্গিনী৷
বিডি প্রতিদিন/৪ অক্টোবর ২০১৭/হিমেল