সিরিয়া ও ইরাকে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপকে দমনে তুরস্ক ও ইরানের সাথে রাশিয়া ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে যাচ্ছে। প্যান-আরব সংবাদপত্র আশার্ক আল-আওয়াসাতকে দেয়া এক সাক্ষাতকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা বলেন। সাক্ষাতকারটি বুধবার প্রকাশিত হয়। খবর তাসের।
লাভরভ বলেন, আঙ্কারা ও তেহরানের সাথে সর্বক্ষেত্রে মস্কোর প্রাত্যহিক কার্যকর সহযোগিতা সিরিয়া ও ইরাকের পরিস্থিতি স্থিতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
রাশিয়ার এ কূটনীতিক বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো জটিল ও বহুবিদ চ্যালেঞ্জের মুখে থাকায় এ অঞ্চলের সকল দেশের স্বার্থ রক্ষায় মস্কো, আঙ্কারা ও তেহরানের মধ্যে বৈদেশিক রাজনৈতিক মিথস্ক্রিয়া আমরা বাড়ানোর চিন্তা করেছি।
তিনি আরও বলেন, আমরা তুরস্ক ও ইরানের অংশীদারদের সাথে আরো জোরালোভাবে পারস্পরিক মতবিনিময় এবং কাজ অব্যাহত রাখতে আগ্রহী। এক্ষেত্রে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সিরিয়া ও ইরাকে সন্ত্রাসী গ্রুপকে দমন করা এবং মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনা।
গত ২৮ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুরস্কের প্রেসিডেন্টের আলোচনা চলাকালে বিষয়টি নিয়ে তারা কথা বলেন।
বিডি প্রতিদিন/০৪ আক্টোবর ২০১৭/এনায়েত করিম