মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া থেকে ছাড় পেতে করা আবেদন খারিজ করল ভারতের এলাহাবাদ হাইকোর্ট। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জারি করা বিজ্ঞপ্তির নির্দেশ বহাল রেখে বুধবার এই নির্দেশ দেয় হাইকোর্ট।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগে উত্তর প্রদেশ রাজ্যের মাদ্রাসা শিক্ষা পরিষদ জেলাগুলির সংখ্যালঘু জনকল্যাণ অফিসারদের বিজ্ঞপ্তি দিয়েছিল, ১৫ আগস্ট রাজ্যের সব মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাইতে হবে এবং প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য দিতে হবে। একইসঙ্গে পুরো ঘটনার ভিডিও করে বা ছবি তুলে রাখতে হবে। পরে সরকারি কর্মকর্তারা সেই ছবি এবং ফুটেজ প্রমাণ হিসেবে নিয়ে যাবেন।
সরকারি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে গিয়েছিল বহু মাদ্রাসাগুলি। আবেদনে বলা হয়, এভাবে মুসলিমদের দেশাত্ববোধের পরীক্ষা নেওয়া হচ্ছে। সরকারি নির্দেশের কটাক্ষ করেছিল বিরোধী দলগুলিও।
যদিও বিজেপি এবং উত্তর প্রদেশ সরকারের তরফে বলা হয়েছিল, সবার মধ্যে জাতীয়তা বোধ জাগানোর উদ্দেশ্যেই জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, উত্তর প্রদেশের মাদ্রাসা শিক্ষা পরিষদের আওতায় থাকা ৮,০০০ মাদ্রাসার মধ্যে সম্পূর্ণ সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসা মাত্র ৫৬০টি।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৭/ তাফসীর