রাম রহিমের পালিতা কন্যা হানিপ্রীত ইনসানকে গ্রেফতারের পরেই আদালতে তোলা হয়েছিল। আদালত চত্বরে জোরদার নিরাপত্তার বন্দোবস্তও ছিল। শুনানির সময় সরকারি আইনজীবীরা জানান, হানিপ্রীতই রাম রহিমের সবচেয়ে ঘনিষ্ঠ। ডেরায় যা হতো, সেই সম্পর্কে ওয়াকিবহাল তিনি। তবে আদালতের রায়ে এখন তিনি দেশটির পুলিশ হেফাজতে।
জানা যায়, টানা আটত্রিশের দিন লুকোচুরি খেলার পরে 'পাপা কি পরি' হানিপ্রীত ও তার এক নারী সঙ্গীকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তার টয়োটা ইনোভা গাড়িটিও। পরে তাঁকে পঞ্চকুলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ২৫ অগস্ট পঞ্চকুলা, সিরসা-সহ হরিয়ানার বিভিন্ন জায়গায় যে হিংসা ছড়িয়ে পড়েছিল, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হানিপ্রীতের। তাই আইনজীবীরা তাঁর ১০ দিনের পুলিশ হেফাজতের দাবি জানিয়েছিলেন। কিন্তু হানিপ্রীতের কৌঁসুলিরা এর বিরোধিতা করেন। আদালত হানিপ্রীতের ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে হানিপ্রীত এতদিন কোথায় ছিলেন? তার সদুত্তর মেলেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার