আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের উন্নত দেশগুলো। বিশেষকরে পরমাণু অস্ত্রের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে অনেকে।
মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে চলেছে উত্তর কোরিয়া। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা আর পাল্টাপাল্টি হুমকি। এবার তারই জের ধরে নিজেদের পরমাণু অস্ত্রভান্ডারের উন্নয়নের উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জন্য ব্যয় হবে প্রায় ১২০০ কোটি ডলার। তবে কাজটি সময়সাপেক্ষ। প্রায় ৩০ বছর সময় লেগে যেতে পারে এর জন্য। এর ফলে পুরনো সমস্ত পরমাণু অস্ত্রেরও বদল ঘটবে বলে জানা গেছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় পরমাণু অস্ত্রের আমুল পরিবর্তনের ওপর জোর দিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ