বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। চলছে শক্তি প্রদর্শনের মহড়া। আর তারই জের ধরে দক্ষিণ কোরিয়ার আকাশসীমা এবং দেশের পিলসাং রেঞ্জের ওপর দিয়ে উড়ে যায় দু'টি মার্কিন বোমারু বিমান। এ ব্যাপারে বিমান বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ভিক্টোরিয়া হাইট জানান, এটি বৃহস্পতিবারের মহড়ার অংশ ছিল। পাশাপাশি এ সম্পর্কে বিস্তারিত তথ্যও তুলে ধরেন তিনি।
কোরিয় উপদ্বীপের কাছেকাছি যে এই মহড়া হবে সে বিষয়ে আগেই জানানো হয়েছিল। যদিও নির্দিষ্ট করে কোন স্থানের কথা সেসময় উল্লেখ করা হয়নি। মনে করা হচ্ছে, মার্কিন বোমারু বিমানগুলোর সঙ্গে জাপান এবং দক্ষিণ কোরিয়ার ফাইটার জেটগুলো যৌথ মিশনে নেমেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা সচিব মাটিস বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফর এটি। এই সফরে সিওলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টিতে আরও জোর দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। এসময় তিনি উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা এর কোন বন্ধু দেশের ওপর হামলা চালানোর চেষ্টা ব্যর্থ করতে সক্ষম মার্কিন সেনারা। তাই সেই চেষ্টা না করাই বাঞ্ছনীয়। কারণ হামলা হলে তার বিরুদ্ধে কার্যকর ও অপ্রতিরোধ্য জবাব দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের শুরু থেকেই পারমাণবিক অস্ত্রের প্রয়োগের হুঁশিয়ারি দিচ্ছে উত্তর কোরিয়া। একের পর এক ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমার পরীক্ষাও চালাচ্ছে তারা। ফলে ক্রমশ উত্তেজনা বাড়ছে কোরীয় উপদ্বীপ অঞ্চলে।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ