সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসে চালানো একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সিরীয় সরকারের বিমান ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হলে তা ঠেকিয়ে দেয় দেশটি। মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই ঘটনাকে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। কে বা কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৮/এনায়েত করিম