সৌদি আরবে নারী স্বাধীনতার পথে আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ গৃহীত হল। প্রথমবারের মত সাইক্লিং প্রতিযোগিতা আয়োজিত হল রক্ষণশীল এই দেশে। জেড্ডা শহরে ১০ কিলোমিটার সাইকেল রেসে অংশ নিয়েছিলেন ৪৭ জন নারী।
এই প্রতিযোগিতা আয়োজন করার পরে অবশ্য প্রশংসার পাশাপাশি তুমুল সমালোচনাও হজম করতে হচ্ছে আয়োজক ‘বিঅ্যাকটিভ’–কে। এক সমালোচকের টুইট, ‘আমি ধর্মগুরু নই। কিন্তু একজন নারীর শরীরের আকষর্ণীয় অংশগুলো পুরুষদের দেখিয়ে সাইকেল চালানো ঠিক হয়নি।’
আর এক সমালোচকের টুইট, ‘নারীদের খেলাধুলো করা প্রয়োজন। কিন্তু সেটা পুরুষদের সামনে করা ঠিক নয়।’ বিঅ্যাকটিভের সঙ্গে এই প্রতিযোগিতা আয়োজনে সক্রিয় সহযোগিতা করেছিল স্থানীয় প্রশাসন।
স্থানীয় সংবাদমাধ্যমের মতে, কট্টরপন্থীদের আপত্তি থাকার পরেও এতজন নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় অনেকেই বিস্মিত। শুধু তাই নয়, নারীরা যাতে নিয়মিত সাইক্লিং অনুশীলন করতে পারেন, সেজন্য একটি সাইক্লিং ক্লাবও গঠন করা হচ্ছে।
তবে পরিস্থিতি যে পুরোপুরি নারীদের অনুকূলে, এখনই এমনটা বলা যাবে না। কারণ এই ক্লাবে যে নারী সাইক্লিস্টরা আসেন, তাদের সঙ্গে থাকেন পুরুষ অভিভাবকরা। কী ধরনের পোশাক পরে নারীরা সাইক্লিং করবেন, সেটা নিয়েও সদস্যাদের মধ্যেই মতভেদ আছে।
তবু এক সদস্যার কথায়, ‘একটা ক্লাব যে তৈরি হয়েছে, আমরা যে খেলাধুলো করতে পারছি, সেটাই বা কম কী? স্থানীয় প্রশাসন সহায়তা না করলে এটুকুও হতো না।’ তবে উদ্যোক্তারা জানিয়েছেন, এমন প্রতিযোগিতা আবারও আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর