সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখায় গত রবিবার রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালি ওই ঘোষণা দেন।
সেই হুমকির কড়া জবাব দিয়েছে রাশিয়াও। সোমবার দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোব বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের জবাব দিতে দেরি করবে না রাশিয়া।
সের্গেই রায়াবকোব বলেন, রাশিয়ার নিম্নকক্ষ আইন প্রণয়নের কথা বিবেচনা করছে যার মাধ্যমের যুক্তরাষ্ট্র থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলারের অপব্যবহার করছে। এটি নিয়ে আলোচনা করেছেন রুশ রাজনীতিবিদেরা। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৮/ফারজানা