যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নয়নের আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন কংগ্রেসে তার তৃতীয় বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এসব কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রসঙ্গত, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে ডেমোক্র্যাটদের বিরোধিতা ও প্রশাসনে দীর্ঘ অচলাবস্থার পর এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সময় ট্রাম্প বলেন, ডেমোক্র্যাট-রিপাবলিকানদের সমঝোতার ভিত্তিতে মার্কিন রাজনীতির আঁধার দূর করা সম্ভব। এছাড়া ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যে তদন্ত পরিচালিত হচ্ছে তার সমালোচনা করেন তিনি। তার দাবি, এসব অভিযোগ অমূলক এবং নিতান্তই রাজনৈতিক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ