বাবার সামনে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় বাবার হাত-পা বেঁধে রাখা হয়। তার মাথায় ধরা হয় বন্দুকও। এমনই বর্বর ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের কিষাণগঞ্জের। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, ঘটনার দিন রাতে নিজের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমোচ্ছিলেন ওই তরুণী। সে সময় ছয় যুবক বাড়ির দরজায় টোকা দেয়। এবং পানি চায়। পানি দেওয়ার জন্য দরজা খুলতেই তারা জোর করে বাড়ির ভিতর ঢুকে পড়ে। তারপর ওই তরুণীকে তুলে পাশের একটি মাঠে নিয়ে যায়। এবং বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকেও মাঠে নিয়ে যাওয়া হয়। হাত বেঁধে দেওয়া হয়। তার চোখের সামনেই গণধর্ষণ করা হয় ওই তরুণীকে।
পুলিশকে দেওয়া জবানবন্দীতে অভিযোগকারী জানিয়েছেন, ধর্ষণের পর তাঁকে একটি নির্জন এলাকায় ফেলে রেখে পালায় অভিযুক্তরা। পাশাপাশি হুমকি দেয়, বিষয়টি পুলিশকে জানালে খুন করা হবে। যদিও ভয় কাটিয়ে পুলিশে অভিযোগ জানান তিনি।
কিষাণগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব