জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিকি হ্যালি সরে যাওয়ায় তার জায়গায় কেলি নাইট ক্র্যাফটকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন কানাডায় মার্কিন দূত হিসেবে নিযুক্ত আছেন।
ট্রাম্প শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্টের মাধ্যমে ক্র্যাফটকে মনোনয়ন দেন। ক্র্যাফটের কাজের জন্য প্রশংসা করে তাকে মনোনয়ন দেয়ার পর ট্রাম্প বলেন, ‘আমি ক্র্যাফটের ওপর সন্তুষ্ট।’
প্রসঙ্গত, রিপাবলিকান শিবিরি চৌকস ব্যবসায়ী হিসেবে পরিচিত কেলি নাইট ২০১৬ সালে দলের প্রচারণায় ২ মিলিয়ন ডলার দান করেছিলেন।
এর আগে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিকি হ্যালি জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূতের পদ থেকে সরে দাঁড়ান গত বছর। এরপর এ পদটিতে মনোনয়ন দেয়া হয় হোয়াইট হাউসের মুখপাত্র হেথার নুয়ার্তকে। তবে তিনিও পারিবারিক কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ