কাশ্মীরের পুলওয়ামাতে হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা হামলায় দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে বুধবার কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি পাইলটকে আটক করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে জানালেন, পাকিস্তানের ফাঁদে পা দিচ্ছে না ভারত সরকার। বুধবার নৌ, বিমান ও স্থল সেনার প্রধানের সঙ্গে বৈঠকে মোদি স্পষ্ট করেন, বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। চাপের মুখে আপোষের পথে হাঁটবে না ভারত সরকার। এদিকে বৃহস্পতিবার ইমরান খান ঘোষণা করেছেন, আটক ভারতীয় পাইলটক অভিনন্দনকে ছেড়ে দেওয়া হবে শুক্রবার। তারপরও অবস্থানে বদল নেই ভারতের।
নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''আপনারা ল্যাবরেটরিতে কাজ করেন। প্রথমে পাইলট প্রজেক্ট করেন। তারপর তা রূপায়ন করা হয়''। এরপরই মোদির সংযোজন, ''পাইলট প্রজেক্ট হয়ে গেছে। এবার বাস্তবে রূপায়ন করতে হবে। প্রথমে প্রশিক্ষণ নিয়েছি''।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ