সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলমান মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠকে ভারতকে আমন্ত্রণ করায় যোগ দিলেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তবে এতে প্রতিনিধিত্ব করার জন্য ‘নিম্নপদে’র কয়েকজন কর্মকর্তাকে পাঠাচ্ছেন তিনি।
শুক্রবার ‘ইসলামী সহযোগিতার ৫০ বছর: সমৃদ্ধি ও উন্নয়ন পথের মানচিত্র’ শিরোনামে শুরু হওয়া ওইআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সভা চলবে শনিবারও (২ মার্চ)। শুক্রবারই কোরেশি পাকিস্তানের সংসদে জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানানোয় তিনি এ সভায় যাচ্ছেন না।
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর সংগঠন হয়েও ওআইসি ইসলামাবাদকে উপেক্ষা করে নয়াদিল্লিকে সভায় স্বাগত জানানোয় কোরেশি ক্ষুব্ধ হয়েছেন বলে মনে করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ