ইরানের কম-তেহরান মহাসড়কে বাস উল্টে চালকসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন।
স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শুক্রবার স্থানীয় সময় ভোর ৭টা ৪০মিনিটে ৪৪ জন যাত্রী নিয়ে একটি ভলভো বাস তেহরানের দিকে যাচ্ছিল। এসময় তেহরানের দক্ষিণ-পূর্ব প্রদেশের কাছাকাছি পৌঁছানোর এক পর্যায়ে চালক ঘুমিয়ে পড়লে বাসটি উল্টে যায়। এতে চালকসহ আটজন নিহত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মতে, বিশ্বে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। পর্যাপ্ত বিনিয়োগের অভাবে ইরানের পুরাতন এবং ত্রুটিযুক্ত যানবাহনগুলো আধুনিকীকরণ করা যাচ্ছে না।
এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে উত্তর-পশ্চিম তেহরানের পাহাড়ি রাস্তার পাশে ছাত্রদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিল।
বিডি প্রতিদিন/০১ মার্চ ২০১৯/আরাফাত