পাকিস্তানের হেফাজতে থাকা ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ভারতে ফিরেছেন। শুক্রবার দিবাগত রাত ৯টা ২৫ মিনিটের দিকে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের আট্টারি-ওয়াঘা সুসংহত চেক পোস্ট (আইসিপি) দিয়ে ভারতের মাটিতে পা রাখেন অভিনন্দন।
তবে অভিনন্দনকে দেশে ফেরাতে ভারত সরকারের পক্ষ থেকে বিমান পাঠাতে চেয়েছিল ভারতীয় বিমানবাহিনী। পাকিস্তান সেই প্রস্তাবে রাজি হয়নি। ভারতের ওই প্রস্তাব খারিজ করে পাকিস্তান জানায় ওয়াঘা সীমান্ত দিয়েই অভিনন্দনকে ফেরানো হবে। কিন্তু কেন পাকিস্তান রাজি হয়নি সেটার রহস্য এখনও উদঘাটন হয়নি।
তবে ভারতের দাবি, উৎসূক জনতার ভিড় এবং গণমাধ্যমকে এড়াতেই অভিনন্দনকে আকাশপথে ফেরাতে চেয়েছিল ভারত। অভিনন্দনের প্রত্যর্পণের বিষয়টিতে শুরু থেকেই নজরে রাখেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৯/মাহবুব