বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে আগত ৪৫ জন সংখ্যালঘু হিন্দুকে নাগরিকত্ব দিল ভারত সরকার। গত এক বছর ধরে তারা মহারাষ্ট্রের পুনের শহরে বসবাস করছিল। এই সংখ্যালঘুদের বিশ্বাসযোগ্যতা, ভারতে বসবাস-এর বৈধ নথি ও পুনে জেলাশাসকের পক্ষ থেকে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে তাদের নাগরিকত্ব দেওয়া হয়।
পুনের জেলাশাসক নভল কৃষ্ণ রামের স্বাক্ষর করা ভারতীয় নাগরিকত্বের সনদ ৪৫ হিন্দু নাগরিককে প্ৰদান করেন। তিনি জানান, সরকারের তরফে সমস্ত নথি তৈরি করার পর আমি ওই সনদে স্বাক্ষর করি। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিকরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছিল। এ সম্পর্কিত ২০১৬ সালের সংশোধিত আইনেই বলা আছে যে ওই তিন দেশের সংখ্যালঘুরা ভারতীয় নাগরিকত্বের যোগ্য। নাগরিকত্ব পেয়ে তারা সকলেই খুব খুশি।
পুনের জেলা প্রশাসন সূত্রে খবর, যে ৪৫ জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলো তারা দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে ভারতে বসবাস করছিল। তবে বাংলাদেশ, পাকিস্তান আফগানিস্তানের ৬৫ জন হিন্দু নাগরিকের আবেদনকারীকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি বিবেচনাধীন ছিল। এর মধ্যে ৪৫ জনকে এই সুবিধা প্রদান করা হলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ