তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইরাক সীমান্তবর্তী এলাকায় কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দেশটির চার সেনা নিহত হয়েছেন।
হাক্কারি প্রদেশের পাহাড়ি শহর কুকারকায় সামরিক বাহিনীর ঘাঁটিতে শুক্রবার (১৯ এপ্রিল) পিকেকের যোদ্ধা বা কুর্দি বিদ্রোহীরা আক্রমণ চালালে এ সংঘর্ষ বাঁধে।
শনিবার (২০ এপ্রিল) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষে চার সৈন্যের প্রাণহানির পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার